সিআরআর ও এসএলআর প্রতিবেদন পৃথকভাবে দেওয়ার নির্দেশনা আসছে
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ব্যাংকগুলোকে পৃথকভাবে ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও স্ট্যাটোরি লিকুইডিটি রেশিও (এসএলআর) প্রতিবেদন আলাদাভাবে দেওয়ার নির্দেশনা দিতে যাচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক| আগামী এক মাসের মধ্যে এই নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র দিরির্পোট২৪-কে নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের একজন সহকারী পরিচালক দিরিপোর্ট২৪-কে বলেন, আমরা এই বিষয়ে কাজ করছি। আশা করছি আগামী এক মাসের মধ্যে ব্যাংকগুলোকে চূড়ান্ত নির্দেশনা পাঠাতে পারব। মূলত মুদ্রানীতি সঠিকভাবে বাস্তবায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসএলআর বাবদ ১৯ শতাংশ জমা রাখছে। এর ভেতর সিআরআর-ও অর্ন্তভুক্ত রয়েছে। তবে শরীয়াভিত্তিক ইসলামি ব্যাংকগুলো এসএলআর হার শতকরা ১১ দশমিক ৫০ শতাংশ।
এদিকে বাংলাদেশ ব্যাংকের সূত্রটি জানিয়েছে, তিন বিশেষায়িত ব্যাংক ব্যাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার বাইরে থাকবে।
(দিরিপোর্ট২৪/আমজাদ/এমএইচ/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)