ফিরছেন শিল্পা
পরিচালক পারমিত সিংয়ের নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শিল্পা । শিল্পার বিপরীতে এতে অভিনয় করার কথা রয়েছে শহিদ কাপুরের।
বিষয়টি পারমিত সিং সমপ্রতি একটি রিয়্যালিটি শোতে জানিয়েছেন। এ বিষয়ে পারমিত বলেন, নতুন ছবির ঘোষণা ইতিমধ্যে আমি দিয়েছি, সেটা আপনারা সবাই জানেন। নতুন বিষয় হলো এই ছবির অন্যতম একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শিল্পা শেঠি। তার সঙ্গে শহিদ কাপুরকে নেয়ার কথাবার্তা চলছে।
অবশ্য এখনও নামই নির্ধারন হয়নি শিল্পা ভক্তদের কাঙ্খিত ছবির। তাই অপেক্ষা চলছেই. . .
(দিরিপোর্ট/এইচএস/এমডি/অক্টোবর ০৭, ২০১৩)