ফেসবুকে ‘ফেস’ বিড়ম্বনা
কুবি সংবাদদাতা : ফেসবুকে ‘ফেস’ বিড়ম্বনায় পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের প্রায় অর্ধশতাধিক ছাত্রী।
ছাত্রীদের ব্যক্তিগত আইডি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে ছবিসহ ‘রুচিহীন’ ক্যাপশন আপলোড করা হচ্ছে ওই পেজে।
২৭ জানুয়ারিতে পেজটি খোলা হয়েছে। এরপর থেকে নিয়মিত কুবিতে অধ্যয়নরত ছাত্রীদের ব্যক্তিগত ছবি আপলোড দেওয়া হচ্ছে। এ কারণে ছাত্রীরা (যাদের ছবি প্রকাশিত হয়েছে) বিড়ম্বনার শিকার হচ্ছেন।
ছবির উপরে লেখা হচ্ছে- এবার কী চিনতে পেরেছেন? না চিনলে অপেক্ষায় থাকুন... পরিচয় আসছে..., মেয়েটির নাম রিমা/বকবকের নাই সীমা/কথাবার্তা কমা/নাকে তেল দিয়ে ঘুমা..., এ আই এস বিভাগের নায়িকা..., সি এস ই বিভাগ এর একঝাঁক মডেল, social science faculty তে অর্থনীতির মডেলরা, বাংলা বিভাগের মডেল এখন কক্সবাজারে..., তাহমিনা চৈতী/করে সে পিরীতি/বিভাগ অর্থনীতি/কপালে দুর্গতি... প্রভৃতি ক্যাপসন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ছাত্রী এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে পেজটি বন্ধ করে দেওয়ারও দাবি জানিয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক জানান, প্রশাসন থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এআর/ইইউ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)