খুলনা ব্যুরো : এসএসসি পরীক্ষার দিনগুলোতে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে।

নিষেধাজ্ঞাগুলো হল- পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা এর বেশি সংখ্যক ব্যক্তি একত্রে চলাচল করতে পারবেন না। পরীক্ষার কেন্দ্র এলাকায় কেউ কোনও প্রকার অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা ওই জাতীয় কোনও পদার্থ বহন করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের চারপাশে কেউ কোনও প্রকার লাউড স্পিকার বা ওই জাতীয় কোনও শব্দযন্ত্র দিয়ে উচ্চস্বরে কোনও শব্দ করতে পারবেন না।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানায়।

(দ্য রিপোর্ট/এটি/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)