দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় (ময়মনসিংহ-৫) যাচ্ছেন সংসদে বিরোধীদলের নেতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এমপি।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রওশন এরশাদ নিজ বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হবেন বলে জাপার একটি ঘনিষ্ঠ সূত্র দ্য রিপোর্টকে নিশ্চিত করেছে।

সূত্রের দাবি, নির্বাচনের পর এই প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন রওশন। রওশন ময়মনসিংহে তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটাবেন।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার দ্য রিপোর্টকে বলেন, ‘শনিবার সকালে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ময়মনসিংহে তার নির্বাচনী এলাকায় যাবেন। আমিও ম্যাডামের সঙ্গে যাচ্ছি।’

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)