দিরিপোর্ট২৪ ডেস্ক : আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনী ন্যাটো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে একজন বিদেশি সেনা নিহত হয়েছে। অন্যদিকে দেশটির পুলিশ জানিয়েছে দুটি পৃথক ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। খবর দ্য ডনের।

ন্যাটোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই সেনাকে রবিবার গুলি করে হত্যা করা হয়। তবে তারা এই হামলার ঘটনা কোথায় ঘটেছে কিংবা ওই সেনা কোন দেশের নাগরিক তা জানায়নি।

এদিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে পুলিশের একজন ‍মুখপাত্র ফারেদ আয়েল জানিয়েছে, একদল সশস্ত্র ব্যক্তি দেহরাউদের একটি পুলিশ চেকপোস্টে রবিবার সকালে হামলা চালায়। তিনি বলেন, এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও আরও চারজন হামলাকারী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও চারজন।

অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের গভর্নরের মুখপাত্র জাভেদ ফয়সেল জানিয়েছে, সেখানে মোটরসাইকেল আরোহী দুজন বন্দুকধারীর হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)