দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : জয় ছাড়া বিকল্প কোন চিন্তা লঙ্কানদের মাথায় নেই। লঙ্কানরা আরও আক্রমণে যাবে পঞ্চম দিনে। বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় স্কোর দিয়ে নিরাপদে শ্রীলঙ্কা। জয় না হলেও অন্তত হারতে হবে না তাদের। এমন সমীকরণ মাথায় নিয়েই শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। জয়ের পথেই আছে শ্রীলঙ্কা- এমন দাবি লঙ্কান ওপেনার কৌশল সিলভার। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেছেন, ‘আমরা ৪৫০ রান স্কোরবোর্ডে জমা করতে চেয়েছিলাম। স্কোরবোর্ডে এরচেয়ে বেশি রান হওয়ায় মনে হয়েছে এবার আমরা আক্রমণে যেতে পারব। জয়ের জন্য এই স্কোরটা অনেক চ্যালেঞ্জিং।’

পুরো ৯০ ওভার, এখনও বাকি ১০ উইকেট। এর মধ্যে সব উইকেট নেয়া কি সম্ভব? এমন প্রশ্নের জবাবে কৌশল বলেছেন, ‘হ্যা সম্ভব। আমাদের আগামীকাল (শনিবার) ভালো বল করতে হবে। আজ (শুক্রবার) আমরা ৮ ওভার বোলিং করেছি। আগামীকাল ৯০ ওভার পাব। যদি বোলাররা দ্রুত বল করে তাহলে ১০০ ওভারও পেতে পারি। আমি মনে করি ব্যাটসম্যানদের আটকানোর জন্য টার্গেটটা বেশ ভালোই হয়েছে।’ সাঙ্গাকারার ব্যাটিং নিয়েও কথা বলেছেন তিনি। বলেছেন, ‘সাঙ্গাকারা একজন সেরা খেলোয়াড়। প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের ইনিংস খেলেছে। সব মিলিয়ে চমৎকার। চান্দিমাল শেষ পর্যায়ে যোগ দিয়েছে। ১০০ করেছে সেও। চান্দিমালও নিজেকে প্রমাণ করেছে।’

শুধু সাঙ্গাকারার প্রশংসাই নয়, মাহেলা জয়াবর্ধনের প্রশংসাও ছিল তার মুখে, ‘তারা জীবন্ত কিংবদন্তি। দলকে অনেক বছর ধরে ভালো খেলা উপহার দিচ্ছে। তরুণ ক্রিকেটারদের জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা। তাদের পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। মাঠে তাদের পরামর্শগুলো অনেক হেল্প করছে।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এনআই/ ফেব্রুয়ারি ৭, ২০১৪)