পটুয়াখালী সংবাদদাতা : নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগে ছেলে সঞ্জয় খাসকেলকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামে শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দুমকি থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের খাসকেল বাড়ির হরিনাথ খাসকেলের ছেলে সঞ্জয় খাসকেল বাবার কাছে টাকা চায়। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় বাবা টাকা দিতে অস্বীকার করেন। এতে সঞ্জয় ক্ষুব্ধ হয়ে হরিনাথকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুমকি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সঞ্জয়ের মা কমলারানী বাদী হয়ে ছেলেকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সঞ্জয়কে বাড়ি থেকে গ্রেফতার করে।

দুমকি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/বিডি/এফএস/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)