বগুড়ায় ভটভটি উল্টে নিহত ১, আহত ১৩
বগুড়া সংবাদদাতা : বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার তিষীগাড়ী মোড়ে একটি ভটভটি উল্টে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে ঘটা এ দুর্ঘটনায় ভটভটির চালক ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।
নিহত সখেলা বিবি (৪০) উপজেলা সদরের সরদারপাড়া মহল্লার চাঁন সেখের স্ত্রী।
আহতদের মধ্যে তিনজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) এবং বাকিরা দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহসীন আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা জানান, শুক্রবার সকালে তারা একটি ভটভটিযোগে সান্তাহারে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে ফিরে আসার পথে তিষীগাড়ী মোড়ে একটি পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সখেলা বিবি মারা যান।
এ ঘটনায় আহতরা হলেন- শামছুল ইসলাম (৪৫), সোহাগ (৯), বাঁধন মোল্লা (৭), মরিয়ম বিবি (৫৫), কুইন (১০), সালমা (২৭), রিতু (৭), জিৎ (৮), বৈশাখী (৯), জ্যোছনা (৫০), মিলি (৩৫), সবুজ (২১) ও ভটভটি চালক রবিউল ইসলাম (২৩)।
(দ্য রিপোর্ট/এএইচ/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)