নড়াইলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। অ্যাথলেটিকস পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পুরুষ-মহিলা, বালক-বালিকা দৌড়, সাইকেল রিল, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, লৌহ গোলক, চাকতি ও বর্ষা নিক্ষেপ, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, বেলুন ফুটানো, বালিশ বদলসহ বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাথলেটিকস পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খান ডালুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাসানুজ্জামান, প্রবীণ শিক্ষক ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক আ. রশিদ মন্নু, শরফুল আলম লিটুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এএস/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৭, ২০১৪)