সীতাকুণ্ডে যুবদল নেতা খুন
চট্টগ্রাম অফিস : সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরুদ্দিন সজীবকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টায় ফকিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সজীব পশ্চিম মুরাদপুর গ্রামের আনিসুল হকের পুত্র।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছেন।
অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নিজামী। তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সজীব খুন হয়েছেন।