রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানা এলাকায় ছাত্রলীগ নেতা আকাশ ও যুবলীগ নেতা হাসানকে কুপিয়েছে শিবিরকর্মীরা।

আহতাবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১০টার সময় নগরীর পশ্চিম বুধপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নগরীর বুধপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে ও ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য আকাশ (১৫) এবং একই এলাকার হাসমত আলীর ছেলে ও যুবলীগকর্মী হাসান (১৮)।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক বলেন, ‘শনিবার রাজশাহী চারঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য শুক্রবার রাতে আহ্বান জানাচ্ছিলেন ছাত্রলীগ নেতা আকাশ ও যুবলীগ নেতা হাসান। এ সময় রাত ১০টার দিকে নগরীর পশ্চিম বুধপাড়ায় পৌঁছালে আগে থেকেই লুকিয়ে থাকা শিবিরকর্মীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক উত্তম কুমার চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে তারা এখন শঙ্কামুক্ত। আহত ছাত্রলীগ নেতা আকাশ ও যুবলীগ নেতা হাসানকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমসি/এএল/ফেব্রুয়ারি ৭, ২০১৪)