সর্বদলীয় সরকারে থাকছে না বিএনপি : ফখরুল
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি সর্বদলীয় সরকারে যাচ্ছে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও ঘোষণা দেন তিনি।
সোমবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ১৮ দলের টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনের চিত্র তুলে ধরে এসব কথা বলেন তিনি।
১৫ নভেম্বর সর্বদলীয় সরকার গঠনে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বিরোধী দল থেকে কোনো নাম চেয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সর্বদলীয় সরকারে বিএনপি কখনোই যাবে না। এমনকি এ ধরনের সরকারের অধীনে নির্বাচনেও যাবে না বিএনপি।’
তিনি বলেন, ‘সরকার নিজেদের একগুয়েমি ভাব বজায় রাখতে বিরোধী দলের নেতাদের দমনে হার্ডলাইন অবলম্বন করেছে। তাদের দমন-পীড়ন এতোটাই বেড়েছে যে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।’
বর্তমান সরকার আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানে একতরফা নির্বাচনের কথা ভাবছে বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। কেননা সিএনএনে যে কোনো রেজিস্ট্রার রিপোর্ট আপ করতে পারে। এর দায়িত্ব সিএনএন নেয় না। এটা তাদের নিজস্ব পদ্ধতি। তাই প্রধানমন্ত্রীর এ অসত্য বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
হরতালে রাজধানীতে ১৮ দলের শীর্ষনেতাদের কোথাও দেখা যায়নি এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৮ দলের নেতাদের যার যেখানে দায়িত্ব সেখানেই পালন করেছে। তারা নিজ নিজ এলাকায় মিছিল করেছে।’
মির্জা ফখরুল জানান, রবিবার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত সারাদেশে বিএনপিসহ ১৮ দলের নেতাদের মধ্যে- নিহত হয়েছেন ২ জন। গ্রেফতার করা হয়েছে পাঁচ শতাধিক, আহত ১৮০০ জনের অধিক, মামলা ৮ হাজারের অধিক। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।
( দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/এমডি/নভেম্বর ০৪ , ২০১৩)