বোমাং সার্কেলের প্রয়াত রানীর অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার
বান্দরবান সংবাদদাতা : বান্দরবান বোমাং সার্কেলের প্রয়াত ১৫তম রানী আভাই প্রু মারমার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজপুত্র মংপ্রু টমি।
রাজপরিবার সূত্র জানায়, বুধবার ভোরে পুরাতন রাজবাড়িতে রানী আভাই প্রু মারমা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে রানীর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ছয় পুত্র এবং দুই কন্যা রেখে গেছেন। প্রয়াত রানী ১৫তম রাজা অংশৈপ্রু চৌধুরী স্ত্রী এবং সাবেক সাংসদ সাচিংপ্রু জেরীর মাতা। রাজপুত্র মংপ্রু টমি জানান, রানীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন চলছে। রাজকীয় আচার-অনুষ্ঠানমালা রীতি মেনেই রানীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে রানীর মৃত্যুতে শোকাহত রাজ পরিবারসহ বোমাং সার্কেলের প্রজারা। শোক প্রকাশ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক রাজপুত্র বধূ মাম্যাচিং, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গনিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
(দ্য রিপোর্ট/এএসবি/এমসি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)