দ্য রিপোর্ট প্রতিবেদক : শিশুদের মানসিক বিকাশ ও সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে শনিবার অমর একুশে গ্রন্থমেলায় চলছে শিশুপ্রহর।

এদিন সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে শিশুদের এই মিলনমেলা।

মাসব্যাপী গ্রন্থমেলায় প্রত্যেক শনিবার বাংলা একাডেমি শিশুপ্রহর দিন হিসেবে পালন করে আসছে।

এবার গ্রন্থমেলায় শনিবার পড়েছে তিনটি। তাই এই তিন দিন শিশুপ্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি।

এদিনগুলোতে গ্রন্থমেলা শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে রাত সাড়ে ৮টায়।

সরেজমিন দেখা যায়, শিশুদের নিয়ে অভিভাবকরাও মেলা ফটকের সামনে হাজির হয়েছেন সকাল ৮টার আগেই। নির্দিষ্ট সময়ে প্রবেশপথ খুলে দেওয়া হয়।

এ সময় তাদের হইচই করে মহাআনন্দে গ্রন্থমেলায় প্রবেশ করতে দেখা যায়।

ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত শিশুরা শিশুকর্নারকে প্রাণবন্ত করে তুলেছে।

(দ্য রিপোর্ট/এমএ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)