লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে বিএনপির ডাকা আধাবেলা হরতাল চলছে। সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত।

সকাল ৭টার দিকে জেলা শহরের মহিলা কলেজের সামনে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জেলা শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-রায়পুর মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে পুলিশি টহল রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে সিএনজি অটোরিকশা চলাচল করছে। সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও কোনো প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটঘর এলাকার আফসার মঞ্জিলে ওমর ফারুকের শ্যালিকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি যৌথবাহিনীর অভিযান শুরু হলে তিনি আত্মগোপনে চলে যান।

(দ্য রিপোর্ট/এনইউ/ইইউ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)