শীত তাড়াতে গাড়িতে আগুন!
দ্য রিপোর্ট ডেস্ক : খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ হয়ত অনেকেই করেছেন। এবার শীত তাড়াতে চীনের এক তরুণ পার্ক করে রাখা ভক্সওয়াগনে আগুন ধরিয়ে দিয়েছেন।
জিয়াংসু প্রদেশের নিনজিং শহরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার অভিযোগে শুক্রবার সকালে চ্যান (২০) নামে ওই তরুণকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর চ্যান পুলিশকে জানান, তার বন্ধুদের শীত লাগায় তিনি শীত তাড়াতে গাড়িতে আগুন দিয়েছিলেন। এ সময় তিনি মাতাল ছিলেন বলেও স্বীকার করেন। কিছুক্ষণ পর অবশ্য আগুনের আঁচ সহ্যের বাইরে চলে যাওয়ায় তিনি ওই স্থান ত্যাগ করেন।
একটি সারভাইলেন্স ভিডিও ক্যামেরার মাধ্যমে চ্যানকে শনাক্ত করেছে পুলিশ। ওই ভিডিওতে দেখা গেছে, চ্যান একটি খড়ের মাদুরে আগুন লাগিয়ে গাড়ির ওপর রাখলে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়।
আগুন লাগার পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই হলুদ রঙের গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। (সূত্র : টাইমস অব ইন্ডিয়া
(দ্য রিপোর্ট/কেএন/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)