সিলেট অফিস : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন শতাধিক যাত্রী আটকা পড়েছেন। বিমানের অক্সিলারি পাওয়ার ইউনিট বিকল হয়ে পড়ায় ব্রিটেন ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা এ দুর্ভোগে পড়েন।

শনিবার সকালে ফ্লাইট চালুর দাবিতে বিমানবন্দরের অভ্যন্তরে বিক্ষোভ করেন যাত্রীরা। শুক্রবার রাত ২টায় বিজি-০৩৬ ফ্লাইট ঢাকা যাওয়ার কথা থাকলেও শনিবার সকাল ১১টা পর্যন্ত তাদের ফ্লাইট চালু হয়নি।

সকাল থেকে যাত্রীরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর না পেয়ে বিক্ষোভ করেন। বিমানের যাত্রা বিলম্বিত হওয়ায় নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়ে।

বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘বিমানের ত্রুটির কারণে এ সমস্যা হয়েছিল। সোয়া ১১টায় বিমানের ফ্লাইট চালু হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমজে/ইইউ/এনডিএস/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)