যশোরে ২ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
যশোর অফিস : যশোর সদর উপজেলার রূপদিয়া ও শার্শা উপজেলার নাভারণ এলাকায় রেললাইনের ওপর থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে খবর পেয়ে রূপদিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করে। পরে তারা ওই যুবকের মৃতদেহটি খুলনা জিআরপির রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ দিন সকাল ১০টার দিকে নাভারণ এলাকায় রেললাইনের ওপর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
(দ্য রিপোর্ট/একে/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)