যৌন নির্যাতনের অভিযোগ ফের অস্বীকার উডি অ্যালেনের
দ্য রিপোর্ট ডেস্ক : অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও অভিনেতা উডি অ্যালেন তার পালিত মেয়ে ডিলান ফারোকে যৌন নির্যাতনের অভিযোগ ফের অস্বীকার করেছেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক চিঠিতে তিনি এ কথা জানান।
উডি অ্যালেন জানান, ডিলান তার মা ও নিজের সাবেক প্রেমিকা মিয়া ফারোর প্ররোচনাতেই তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক চিঠিতে ৭৮ বছর বয়সী এই নির্মাতা জানান, মায়ের হয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এমন অভিযোগ ডিলানের।
গত সপ্তাহে ডিলান ফারো অভিযোগ করেন, ১৯৯২ সালে সাত বছর বয়সে মিয়া ফারোর কানেকটিকাটের বাড়ির চিলেকোঠায় তাকে যৌন নির্যাতন করেন উডি অ্যালেন।
নিউইয়র্ক টাইমস পত্রিকায় দেওয়া এক খোলা চিঠিতে ২৮ বছর বয়সী ফ্লোরিডার বাসিন্দা ডিলান এ অভিযোগ করেন।
অ্যালেনের সর্বশেষ চলচ্চিত্র ব্লু জেসমিন অস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর ডিলান তার নীরবতা ভাঙার সিদ্ধান্ত নেন।
নিউইয়র্ক টাইমসে ডিলারের চিঠি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই এ অভিযোগ নাকচ করেছিলেন অ্যালেন। নিউইয়র্ক টাইমসে দেওয়া চিঠিতে একই অভিযোগ ফের অস্বীকার করলেন তিনি।
মিয়া ফারোর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর ১৯৯৭ সালে সুন-ইয়ি-প্রেভিন নামে এক তরুণীকে বিয়ে করেন উডি অ্যালেন। (সূত্র : বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)