ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থান থেকে শনিবার বিএনপিসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মহেশপুর উপজেলা বিএনপিকর্মী খায়রুল ইসলাম (৩৮), উপজেলা জামায়াত নেতা মিজানুর রহমান (৫০), জামায়াতকর্মী হায়দার আলী (৪৫), শিবির নেতা সাইদুর রহমান (২৫) শিবিরকর্মী মনির হোসেন (২২), নাসিম হোসেন (২১)। শৈলকুপা উপজেলার বিএনপিকর্মী লুৎফর কারিগর (৪৮) ও হরিণাকুণ্ডু উপজেলা বিএনপিকর্মী তাইজাল হোসেন (৩৫)।
ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জেলার মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায়। মহেশপুর উপজেলা থেকে ৬ বিএনপি জামায়াত ও শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। শৈলকুপা পুলিশ উপজেলার শেখপাড়া বাজার থেকে বিএনপির এক কর্মীকে গ্রেফতার করে।
এ ছাড়াও হরিণাকুণ্ডু উপজেলা থেকে অপর এক বিএনপিকর্মীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারি কাজে বাধাদানসহ গাড়ি পোড়ানোর মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)