হিলিতে ফেনসিডিলসহ যুবক আটক
দিনাজপুর সংবাদদাতা : জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় ৬০ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক নজরুল ইসলাম হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাবুলের ছেলে।
হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হান্নান জানান, শনিবার সকাল ১০টায় ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসার সময় সীমান্ত এলাকার চুড়িপট্টি নামক স্থানে তাকে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পরে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআইআর/ইইউ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)