কমনওয়েলথ গেমসে অনিশ্চিত বোল্ট!
দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব রেকর্ডধারী দৌড়বিদ উসাইন বোল্ট চলতি বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। আগামী জুনে জ্যামাইকান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পরই সিদ্ধান্ত নেবেন ‘বজ্র বোল্ট’।
অলিম্পিক (৬ অলিম্পিক স্বর্ণ) ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে (৮ স্বর্ণ) আলোড়ন সৃষ্টিকারী এই দৌড়বিদের কোচ গ্লেন মিলস এই তথ্য তুলে ধরেছেন। আগামী ২৭ জুলাই কমনওয়েলথ গেমসে প্রতিযোগীদের প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ২ আগস্ট।
কিংসটনে ১৯ থেকে ২২ জুন চলবে চ্যাম্পিয়নশিপ (জ্যামাইকান)। এই চ্যাম্পিয়নশিপে সিদ্ধান্ত আসবে যে ২৭ বছর বয়সী বোল্ট কমনওয়েলথ গেমসে যাচ্ছেন কিনা। মিলস বলেছেন, ‘আমরা এই ব্যাপারটা জানতে পারব জ্যামাইকার ট্রায়ালসে। যদি সে অংশগ্রহণ করে। তাহলে সে কমনওয়েলথ গেমসে যেতে পারে।’
(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/ফেব্রুয়ারি ৮, ২০১৪)