দ্য রিপোর্ট ডেস্ক : বলিউডে এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত জুটি দীপিকা পাডুকোন-রনবীর সিং। সেই জুটির একজন প্রেমিক রনবীর এবার প্রকাশ্যে জানালেন দীপিকাকে নিয়ে নিজের মূল্যায়ন। তিনি বলেন, ‌‘দীপিকা আমার জীবনে স্পেশাল একজন। তিনি আমাকে সবসময় সঠিক পরামর্শ দিয়ে সচল রাখেন।’

ওয়ান ইন্ডিয়ার সূত্র মতে, সম্প্রতি ‘গুন্ডে’ ছবির প্রচারণায় সাংবাদিকদের উদ্দেশে রনবীর সিং এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি দীপিকার কর্ম ও তাকে সম্মান করি। সে একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিনী। তার ঘনিষ্ঠতা আমাকে প্রেরণা যোগায়।’

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল আলোচিত ‘রামলীলা’য় রনবীর সিং অভিনয় করার সুযোগ পান দীপিকা পাডুকোনের সঙ্গে। তখন একে অপরকে ‘জাস্ট ফ্রেন্ডস’ বলে নিজেদের সম্পর্কে মন্তব্য করতেন।

ফিল্মফেয়ারসহ বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রনবীরের দীপিকাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম ইঙ্গিত ও মন্তব্য কারও নজর এড়ায়নি। সবাই বুঝে গেছেন এই জুটির মনের খবরাখবর। আর এখন তো রনবীর যেখানে যাচ্ছেন সেখানেই তিনি ‘দীপিকাবন্দনা’য় ব্যস্ত হয়ে পড়ছেন।

নতুন করে রনবীরের বক্তব্যে দর্শক প্রতিক্রিয়া কী হবে সেটাই এখন দেখার বিষয়।

(দ্য রিপোর্ট/এআর/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)