পাবনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
পাবনা সংবাদদাতা : পাবনার ফরিদপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খলিলুর জেলার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামের আব্দুল আওয়াল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান জানান, খলিল অটোরিকশায় ফরিদপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।
দুপুর ১২টার দিকে বাঘাবাড়ি মহাসড়কের পাথাইলহাট নামকস্থানে অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে যান তিনি। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)