নোয়াখালীতে সংখ্যালঘুর দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ
দ্য রিপোর্ট প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার গুপ্তাংক এলাকায় শনিবার চাঁদা না দেওয়ায় সংখ্যালঘু তপন কর্মকারের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশ ভেঙে নগদ ৩ হাজার টাকাসহ প্রায় ১৫ হাজার টাকার মালামালও লুট করে নিয়ে যায়।
দোকানের মালিক তপন কর্মকার বলেন, গত কয়েকদিন ধরেই স্থানীয় সন্ত্রাসী মোহন (২৮) দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। সন্ত্রাসী মোহনকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে তিনি দোকানের বালাম খাতা নিয়ে যান। এরপর শনিবার সকালে ১০-১৫ সহযোগীসহ তিনি আমার ওপর হামলা চালায় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। এরপর তারা দোকানের ক্যাশ ভেঙে নগদ ৩ হাজার টাকাসহ ১৫ হাজার টাকা মূল্যমানের মালামাল লুট করে নিয়ে যায়।’
ঘটনাটি পুলিশকে জানালে সুধারাম মডেল থানার এসআই টমাস বড়ুয়া তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তপন কর্মকার।
তপন কর্মকার আরও জানান, কয়েকদিন আগে মোহনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ছোট ভাই গোপাল কর্মকারের স্বর্ণের দোকানেও চাঁদার দাবিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত মোহনকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি।’
(দ্য রিপোর্ট/এএম/এমএটি/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)