মৌলভীবাজার সংবাদদাতা : জেলার কমলগঞ্জ উপজেলার কালাছড়া বনাঞ্চলের গাছে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কমলগঞ্জ থানা পুলিশ শনিবার দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতরা হলেন, কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা চা বাগানের রাজা রাম গড়ের মেয়ে জাগলি গড় (১৫) ও একই বাগানের বিজু উড়াংয়ের মেয়ে জিমসানি উড়াং (১৫)।

কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রহিমপুর ইউনিয়নের সদস্য ধনা বাউড়ি জানান, ওই দুই কিশোরী তাদের পরিবারের সঙ্গে মিরতিঙ্গা চা বাগানের জাম্বুছড়া বস্তিতে বাস করত। তারা কোনো কাজ করত না। শুক্রবার সন্ধ্যা থেকেই তারা নিখোঁজ ছিল। শনিবার দুপুরে কালাছড়া বনাঞ্চলের একটি গাছে একই দড়িতে তাদের মৃতদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। এর পর তারা পুলিশে খবর দেয়।

(দ্য রিপোর্ট/টিএফ/এসকে/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)