বিশ্বের সবচেয়ে ঝাল পিৎজা!
দ্য রিপোর্ট ডেস্ক : জিভে জল নয় বরং রক্ত আনতে পারে বিশ্বের সবচেয়ে ঝাল পিৎজা। আর আনবেই না বা কেন? কারণ বিশ্বের সবচেয়ে ঝাল মরিচখ্যাত মোরুগা স্করপিয়নের একটি দুটি নয়, ২০টি দিয়ে তৈরি করা হয়েছে মসলাদার এই পিৎজা।
ডেথ বাই পিৎজা নামে এই পিৎজাটি তৈরি করেছে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের পিৎজা পার্লার স্লেফর্ড।
গ্রানথামের বিনডি ইন্ডিয়ান রেস্টুরেন্টের রাধুঁনিকে সঙ্গে নিয়ে পিৎজাটি তৈরি করেছেন জেমস ব্রডরিক। পুলিশের ব্যবহৃত পিপার স্প্রের চেয়ে তিনগুণ বেশি ঝালের এই পিৎজাটি ৩০ মিনিটের মধ্যে শেষ করার চ্যালেঞ্জ করেছেন ব্রডরিক। সূত্র : এএনআই।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)