দ্য রিপোর্ট প্রতিবেদক : বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে শুনানি শেষে শনিবার বিকেল ৪টার দিকে এ আদেশ দেন।

রিমান্ড মনঞ্জুরকৃতরা হলেন, ‘ভুয়া’ কোম্পানির এমডি আব্দুল্লাহ আল হেলাল (৩৮) ও ম্যানেজার আজিজুল হক সোনা মিয়া ওরফে সিরাজ (৩৫)।

রমনা থানার মামলায় (১২(২)২০১৪) সুষ্ঠু তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনালের এসএই এনামুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করত। তালুকদার গ্রুপ অব কোম্পানি, সাকুরা গ্রুপ অব কোম্পানি, এসবি গ্রুপ অব কোম্পানি, শেরাটন গ্রুপ অব কোম্পানি প্রভৃতি নাম ব্যবহার করে বিভিন্ন জাতীয় দৈনিকে পরিবেশক, সেলস রিপ্রেজেনটেটিভ, এরিয়া ম্যানেজার আবশ্যক বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের দৃষ্টি আকর্ষণ করত হেলাল ও হক।

(দ্য রিপোর্ট/জেএ/এসকে/সা/ফেব্রুযারি ০৮, ২০১৪)