বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রংপুর সংবাদদাতা : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.brur.ac.bd অথবা www.admission.brur.ac.bd )থেকে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্দ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ১৪ ও ১৫ ফেব্রুয়ারি স্ব স্ব ইউনিট অফিসে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের তালিকা ২৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এবং মেধাক্রম অনুযায়ী ২ ও ৩ মার্চ ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম নূরউন নবী সাংবাদিকদের জানান, মেধাতালিকায় ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য ৬ মার্চ ২য় তালিকা প্রকাশ করা হবে।
(দ্য রিপোর্ট/আরআই/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)