নারায়ণগঞ্জ সংবাদদাতা : সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার গাড়ি থেকে ইসমাইল হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনু হাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত ইসমাইল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো পদে নেই। ওই সময়ে একই গাড়িতে থাকা বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ বাধা দিতে গেলে তাকে দুর্বৃত্তরা মারধর করে। ইসমাইল মিয়া কাঁচপুরে বসবাস করেন। শনিবার বিকেলে এ ঘটনায় ইসমাইল হোসেনের ভাই আবদুল মান্নান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

আবদুল মান্নান জানান, রাত ৮টার দিকে ইসমাইল ও হিরণ মিলে হিরণের নোয়া গাড়িতে করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় যাওয়ার সময়ে ধনু হাজী রোড এলাকায় মহাসড়কে একই ধরনের একটি হাইএস গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। পরে ওই গাড়ি থেকে ৭-৮ জন অস্ত্রধারী যুবক নেমে জোর করে ইসমাইল হোসেনকে গাড়িতে উঠিয়ে চলে যায়। আর হিরণ বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএম/এপি/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)