খাদ্য আর চিকিৎসা সেবা পৌঁছল হোমস শহরে
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার হোমস শহরে আটকেপড়া প্রায় তিন হাজার বেসামরিক নাগরিককে খাদ্য সহায়তা প্রদানের আশা করছে জাতিসংঘ ও দাতা সংস্থাগুলো।
সরকারি বাহিনী আর বিদ্রোহীদের সাময়িক যুদ্ধ বিরতির দ্বিতীয় দিন শনিবারে হোমস শহরে সাহায্য বহর প্রবেশ করেছে।
প্রায় ১৮ মাস ধরে বিদ্রোহীদের দখলে থাকা এলাকা থেকে প্রায় ৮০ জনকে শুক্রবার সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের অনেককেই দুর্বল ও ক্লান্ত দেখাচ্ছিল। তাদের অনেকে ঠিকমতো খাবার পাননি বলে জানান।
বিপ্লবের রাজধানী খেতাব পাওয়া সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত কমতে শুরু করেছে। এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক সপ্তাহ ধরে শুধু জলপাই খেয়ে বেঁচে ছিল এখানকার লোকজন।
বিবিসি প্রতিনিধি জিম মুরি জানান, সিরিয়া সরকার শান্তি আলোচনা আর হোমস শহর বিষয়ে সমঝোতায় কোনো সংযোগ তৈরি করতে পারেনি। জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমিই প্রথম এই বিষয়টি আলোচনায় তোলেন। এই সমঝোতাই ধীরে ধীরে পরিস্থিতি উন্নয়ন করেছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার শুরু হতে যাওয়া দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে সিরিয়া সরকার।
সিরিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক ইয়াকুব এল হিলো জানান, তাৎক্ষণিক সাহায্য প্রদানের জন্য খাবার ও চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে প্রস্তুত রয়েছে জাতিসংঘের সাহায্যকারী দল।
বেসামরিক ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া ও খাবার সরবরাহ করতে পারার মতো কাজকে মাইলস্টোন হিসেবে আখ্যা দিয়েছেন এল হিলো। এ কাজে সহযোগিতা করার জন্য তিনি দুই পক্ষেরই প্রশংসা করেন। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/আরজে/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)