‘সুবিচার পাওয়ার পথ বন্ধ হয়েছে’
খুলনা ব্যুরো : ভিন্নমতের রাজনীতিকদের কণ্ঠরোধ করতে প্রতিনিয়ত দমন ও নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক অধিকার খর্ব করে সাংবিধানিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশে রাজনীতি ও সংবাদপত্রের স্বাধীনতা নেই। মানুষের সুবিচার পাওয়ার পথ বন্ধ হয়েছে।’
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষাপটে ‘ছাত্রলীগের আত্মরক্ষার অধিকার আছে’ প্রধানমন্ত্রীর এ উক্তির সমালোচনাও করেন মেয়র মনি।
স্থানীয় হোটেল ক্যাসল সালামে শনিবার সকালে নির্যাতনবিরোধী কনভেনশনে অপশনাল প্রটোকল অনুমোদন ও নির্যাতন প্রতিরোধে গণসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে এ সভার সঞ্চালক ছিলেন আলোকিত বাংলাদেশের ব্যুরো ইনচার্জ কাজী মোতাহার রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. এনায়েত আলী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদ, বিএমএ’র খুলনার সাধারণ সম্পাদক ডা. শেখ মো. আখতারউজ্জামান, এমইউজে’র সভাপতি মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ মাসুদ হোসেন রনি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর ড. মো. হারুন অর রশিদ, সাংবাদিক নেতা ড. জাকির হোসেন, নগর সিপিবি’র সম্পাদক মিজানুর রহমান বাবু, আমার দেশের বরিশাল ব্যুরো প্রধান জিএম বাবর আলী, অধিকারের খুলনাস্থ কো-অর্ডিনেটর মুহাম্মদ নুরুজ্জামান।
(দ্য রিপোর্ট/এটি/এসকে/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)