ঝালকাঠিতে স্বামী খুনের দায়ে স্ত্রী ও ঘাতক বন্ধু কারাগারে
ঝালকাঠি সংবাদদাতা : পরকীয়ার কারণে ঝালকাঠিতে স্বামী খুনের দায়ে স্ত্রী ও ঘাতক বন্ধুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নিহতের স্ত্রী হোসনে আরা বেগমকে শুক্রবার ভোরে এবং ঘাতক খোকন হাওলাদারকে শনিবার সকালে আটক করে পুলিশ। শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, নাসির হাওলাদারের সঙ্গে পাশের কৈখালী গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদারের (২৬) বন্ধুত্বের সুবাদে খোকন হাওলাদার নিয়মিত নাসির হাওলাদারের বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে নাসির হাওলাদারের স্ত্রী হোসনে আরা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে খোকন হাওলাদার। বিষয়টি জানাজানি হলে দুই বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাসির হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় খোকন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা (নং-০৩) দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী হোসনে আরা বেগম এবং ঘাতক খোকনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
(দ্য রিপোর্ট/এসএমআরকে/এপি/এনআই/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)