দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেটকে ব্যাটসম্যান সহায়ক উইকেট হিসেবে আখ্যায়িত করেছেন লঙ্কান অধিনায়ক অ্যা্ঞ্জেলো ম্যাথুস। বাংলাদেশের পক্ষে ৪৬৭ রান চেস করা সম্ভব ছিল। কিন্তু তাদের মধ্যে জয়ের ক্ষুধা না থাকায় তা সম্ভব হয়নি, বলে মনে করছেন দ্বীপ দেশের অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি উইকেট, বাংলাদেশের ব্যাটিংসহ আরও নানা বিষয়ে কথা বলেছেন। এরই চুম্বক অংশ তুলে ধরা হলো দ্য রিপোর্ট পাঠকদের জন্য-

প্রশ্ন : স্পোর্টিং উইকেট না পাওয়ায় হতাশ কিনা?

ম্যাথুস : স্পোর্টিং উইকেট না হওয়ায় কিছুটা হতাশ। এই উইকেটে কাল (রবিবার) থেকে আবারও টেস্ট ম্যাচ শুরু করা সম্ভব। ব্যাটস্যমদের স্বর্গ এই পিচ। বল যতই হাল্কা হয়ে যাচ্ছিল ততই ব্যাটসম্যানরা সুযোগ পাচ্ছিল।

প্রশ্ন : বাংলাদেশের ব্যাটিং কেমন মনে হলো?

ম্যাথুস : বাংলাদেশ যদি টার্গেটের পিছনে ছুটত তাহলে এই রান চেজ করা সম্ভব হতো। কিন্তু কোন ইচ্ছাই ব্যাটসম্যানরা দেখাল না। আমরা আরও বেশি বোলিং করতাম তাহলে ম্যাচ জমে উঠত। আমরা সিরিজে এগিয়ে আছি কিন্তু তারা জয়ের জন্যে খেলছিল না। গতকাল (শুক্রবার) আমরা ডিক্লেয়ার করি। আজ (শনিবার) চেষ্টা ছিল ওদেরকে অল-আউট করা। কিন্তু সম্ভব হয়নি।

প্রশ্ন : আপনি ফলাফলের ব্যাপারে আশাবাদী ছিলেন?

ম্যাথুস : ব্যাটসম্যানরা যদি রান করতে চাইত অথবা রানের পিছনে ছুটত তাহলে আমরা ওদের উইকেট নিতে পারতাম। উইকেটে স্লো। আমাদের কাছে বোলার ছিল। ওরা যদি চ্যালেঞ্জ নিতে চাইত ম্যাচের ফলাফল পাল্টে যেত।

প্রশ্ন : সামনের ম্যাচগুলোর পরিকল্পনা কি?

ম্যাথুস : টোয়েন্টি২০ ও একদিনের ম্যাচে তারা বেশ শক্ত প্রতিপক্ষ। টেস্ট সিরিজে আমরা ভালো খেলেছি। কিন্তু ওয়ানডে ও টোয়েন্ট২০ সিরিজে বাংলাদেশ এক প্রকার চ্যালেঞ্জিং দল। সেখানে আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে।

প্রশ্ন : আপনার দলের বোলারদের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবেন?

ম্যাথুস : মেন্ডিস ও দিলরুয়ান বেশ ভালো বোলিং করেছে। হেরাথকে এই ম্যাচে বেশ মিস করেছি। কিন্তু মেন্ডিস ও দিলরুয়ান হেরাথের অভাব অনেকটা পুষিয়ে দিয়েছে।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ৮, ২০১৪)