দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনেই জয় পেয়েছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে ৩৭৯ রান করেছে। জবাবে ফলোঅনে পড়েছিল চট্টগ্রাম বিভাগ। ২ ইনিংস মিলে তাদের স্কোর দাঁড়ায় ১২৪ ও ১৫৬। মূলত নাজমুলের বোলিং তোপেই লন্ডভন্ড হয়েছে চট্টগ্রামের ইনিংস। ২০ উইকেটের মধ্যে ৯টি নিয়েছেন তিনি একা। ফলে চট্টগ্রাম বিভাগ ম্যাচ হেরেছে ইনিংস ও ৯৯ রানে।

চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ফয়সাল হোসেন (৩৩)। এবং দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেছেন নাফিস ইকবাল (৪২)।

এদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনার দেয়া ৪০৮ রানের জবাবে রংপুর তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ২৮৩ রান। খুলনা ১২৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ করেছে ২৫২ রান। সেলিম ৬ রানে এবং রাজিবুল হাসান ৯ রানে ব্যাটিং করছেন। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ টি করে উইকেট পেয়েছেন নাহিদুল ইসলাম ও জিয়াউর রহমান।

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ৩১৫ রান সংগ্রহ করেছে। জবাবে সিলেট বিভাগ ৩১ রান পিছিয়ে থেকেই প্রথম ইনিংসে অলআউট হয়েছে। তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রো ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন সৈকত আলী ৬৮ এবং আসিফ আহমেদ ৩১ রানে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহীর করা ৩৩০ রানের জবাবে বরিশাল তাদের প্রথম ইনিংসে ২৩১ রানেই গুটিয়ে গেছে। রাজশাহী বিভাগ ৯৯ রানে এগিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। দ্বিতীয় ইনিংসে তাদের ২৭০ রান ৯ উইকেটে হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছে। জয়ের জন্য বরিশালের প্রয়োজন ৩৭০ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে বরিশাল ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪৮ রান। ক্রিজে আছেন জাকারিয়া মাসুদ ১৪ এবং ইসলামুল আহসান ২ রানে। রাজশাহীর বোলারদের মধ্যে মুক্তার আলী ও তাজুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ৮, ২০১৪)