মৌলভীবাজার সংবাদদাতা : সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর করার দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শনিবার সকাল ১১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ নেপুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি আলাউর রহমান, আছলম আলী, সাধারণ সম্পাদক সোহেলুজ্জামান খান ও এমএ নিশাত।

বক্তারা বলেন, সেশন জট, রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন কারণে পড়ালেখায় বিঘ্ন ঘটায় অতিরিক্ত সময়ক্ষেপণ হয়। তাই চাকরির সময়সীমা ৩৫ বছরে উন্নীত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।

(দ্য রিপোর্ট/টিএফ/ইইউ/এসকে/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)