দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রয়াত চিত্রনায়ক জসিমের ডামি দেওয়া থেকে শুরু করে বর্তমানে নিজেই ফাইট ডিরেকশন দিচ্ছেন মিঠু। এ পর্যন্ত ২২টি চলচ্চিত্রে ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি।

চলচ্চিত্রে আসা নিয়ে মিঠু বলেন, ‘১৯৯১ সালের কথা। আমি জসিম ভাইয়ের জ্যাম্বস গ্রুপে কাজ করতাম। ‘লক্ষ্মীর সংসার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এ অঙ্গনে আসা। আমাকে নিয়ে এসেছেন ফাইট ডিরেক্টর সিকান্দার ভাই। তখন ডামি ম্যান হিসেবে আমি কাজ করতাম।’

কোন কোন অভিনেতার ডামি দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘জসিম, আলমগীর, সোহেল চৌধুরী, অমিত হাসান, সালমান শাহ, রাজিব, মিশা সওদাগর, আলীরাজ, শাকিব খান, বাপ্পী, সাইমনসহ আরও অনেকের।’

ডামি ম্যান থেকে ফাইট ডিরেক্টর হওয়া প্রসঙ্গে মিঠু বলেন, ‘২০১৩ সালে প্রথম ফাইট ডিরেকশন দেওয়া শুরু করি। এ পর্যন্ত ২২টি চলচ্চিত্রে কাজ করেছি। এর মধ্যে মুক্তি পেয়েছে ৫টি চলচ্চিত্র। প্রথম মুক্তি পেয়েছে কালাম কায়সারের ‘তোমার সুখই আমার সুখ’। এ ছাড়া দেবাশীষ বিশ্বাসের ‘ভালবাসা জিন্দাবাদ’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালবাসা যায় না’, কালাম কায়সারের ‘তোমারই আছি, তোমারই থাকবো’ ও শাহাদাৎ হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’ চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছে।’

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)