চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার শিবপুর রাস্তা সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হচ্ছেন- আলমগীর হোসেন (৪২) ও খোদেজা বেগম (৫৫)। আলগীর হোসেন উপজেলার টামটা গ্রামের রহিম মিয়ার ছেলে। আর খোদেজা বেগম শাহরাস্তি সুয়াপাড়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী।

আলমগীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং খোদেজা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহত অন্যদের পরিচয় জানা যায়নি। তবে তারা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে হাজীগঞ্জগামী একটি মিনিবাস ও কুমিল্লাগামী সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

শাহরাস্তি থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমবি/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)