ফেনীতে বিস্ফোরণ ঘটিয়ে ৭শ’ ভরি স্বর্ণ লুট
ফেনী প্রতিনিধি : ফেনী শহরের ট্রাংক রোডে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জেলার বৃহত্তম স্বর্ণের দোকান আবেদীন জুয়েলার্স থেকে প্রায় ৭০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, ৮/১০ জন মুখোশধারী দুর্বৃত্ত সন্ধ্যা ৭টার দিকে ট্রাংক রোডের খাজা আহম্মদ গলিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আবেদীন জুয়েলার্সে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণ লুট করে।
তিনি আরও জানান, র্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে ৭টা পর্যন্ত ফেনী প্রেস ক্লাবের সামনে একটানা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে আবেদীন জুয়েলার্সের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন লুট হওয়া স্বর্ণের ব্যাপারে সঠিকভাবে কিছু বলতে পারেননি। প্রাথমিকভাবে ৭০০ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শী আবুল খায়ের জানান, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে ফেনী প্রেস ক্লাব আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। কিছুক্ষণ পর শোনা যায় আবেদীন জুয়েলার্স লুট হয়েছে।
(দ্য রিপোর্ট/আরইআর/এসকে/এএল/ফেব্রুয়ারি ৮, ২০১৪)