উপজেলা নির্বাচন
আপিল করেছেন ১৬ প্রার্থী
দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৬ জন প্রার্থী আপিল করেছেন। শুক্রবার ছিল আপিল আবেদনের শেষ দিন। শনিবারও অনেকে আপিল করেছেন। তবে এর সংখ্যা জানাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।
আপিল আবেদনকারীদের মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যন পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন রয়েছেন। নির্বাচন কমিশন এই ১৬ জন প্রার্থীর খবর সংগ্রহ করতে পেরেছে। বাকিদের তথ্য রবিবার সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কমিশন।
জানা গেছে, শনিবার যে সব কর্মকর্তার দায়িত্বে এ ফলাফল সংগ্রহ করার কথা ছিল তারা কেউই অফিসে আসেননি। তবে উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কয়েকজন উপস্থিত ছিলেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন আসেননি সে সম্পর্কে কোনো কর্মকর্তাই কিছু বলতে পারেননি।
১১৭টি উপজেলায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল চেয়ারম্যান পদে ৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের।
(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)