রাবির ‘এফ’ ইউনিটের ফল প্রকাশে দেরি
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ১৩ দিনেও ফল প্রকাশ হয়নি জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের।
পরীক্ষা শেষ হলেও এখনও ফল প্রকাশ না হওয়ায় অনেক শিক্ষার্থীর মাঝে হতাশা বিরাজ করছে। একাধিক ভর্তি পরীক্ষার্থী দ্য রিপোর্টকে অভিযোগ করে বলেন, আমরা অনেক বিড়ম্বনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পেরেছি। যেখানে ২৪ ঘণ্টার মধ্যে ‘এফ’ ইউনিটের রেজাল্ট দেওয়ার কথা, সেখানে ১৩ দিন পরও রেজাল্টের কোনো খবর নেই। এতে যেমন আমাদের হয়রানি করা হচ্ছে অন্যদিকে ফলাফল জালিয়াতির আশঙ্কা রয়েছে।
তারা দ্রুত ফলাফল ঘোষণার জোর দাবি জানান।
ফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, যান্ত্রিক সমস্যার জন্য এখন পর্যন্ত আমরা ফলাফল প্রকাশ করতে পারিনি। এ দিকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই ফল প্রকাশে দেরি হচ্ছে।
তবে দ্রুত ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
২৬ জানুয়ারি ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
(দ্য রিপোর্ট/এমএএ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)