দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সোমবার অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানিয়েছেন। শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্বে করেন।

ওই মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে জোর দিয়ে বলেছেন সর্বদলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি মাসের মধ্যেই সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি শুরু হবে।’

মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনার সূত্র ধরে মন্ত্রী বলেন, ‘সর্বদলীয় সরকার গঠনের আগে চলতি মাসের শেষের দিকে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করতে পারেন।’ নভেম্বরের শেষের দিকে নির্বাচনের তফসিল এবং জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের সম্ভাবনা বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলেও জানান তিনি।

নির্বাচন নিয়ে আলোচনায় প্রায় সব সদস্য অংশ নেন জানিয়ে ওই সূত্রটি জানায়, সর্বদলীয় সরকারের কাঠামো কী হবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানেন না কোনো মন্ত্রী। এ বিষয়ে কেউ কেউ প্রশ্ন করলেও বিষয়টি স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন আন্তর্বর্তী সরকার কত সদস্য বিশিষ্ট হবে তা পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এনডিএস/এমডি/নভেম্বর ০৪,২০১৩)