দ্য রিপোর্ট ডেস্ক : পরমাণু কর্মসূচি নিয়ে ইরান আন্তর্জাতিক পরমাণু ‍শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ সংবাদ দিয়েছে।

বৈঠকে স্পর্শকাতর সামরিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইরনা। ২০১৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির রোডম্যাপ অনুযায়ী দিনব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এর সময় আরও বাড়তে পারে।

ওই চুক্তি মোতাবেক তেহরানকে চলতি সপ্তাহের মঙ্গলবারের মধ্যেই ছয়টি বাস্তব পদক্ষেপ নিতে হবে।
আইএইএর প্রধান ইউকিয়া আমানো বলেন, ওই ছয়টি পদক্ষেপ বাস্তবায়িত হওয়ার পরই ‘আরও কঠিন বিষয়গুলো’ নিয়ে আলোচনা শুরু হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর জেনেভায় একটি অন্তর্বর্তী চুক্তি সই করে ইরান। টানা দুই বছর ধরে ডজনখানেক বৈঠকের পর ওই চুক্তিতে উপনীত হয় উভয়পক্ষ।

২০ জানুয়ারি থেকে ছয় মাসের ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে উভয়পক্ষ। সূত্র : আল জাজিরা।

(দ্য রিপোর্ট/এমএটি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)