দ্য রিপোর্ট ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ সীমান্তে আল্পস পর্বতমালায় এক ট্যুরিস্ট ট্রেন লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। শনিবার এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন রাশিয়ান মহিলা পর্যটক। অন্যজন আল্পস পর্বতমালা এলাকার বাসিন্দা।

ট্রেনটি ফ্রান্সের উপকূলীয় শহর নিসে থেকে ডিনে-লেস-বাইনসের উদ্দেশে যাচ্ছিল। এ সময় পাহাড় থেকে গড়িয়ে পড়া বড় এক পাথর খণ্ডের আঘাতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার সময় ট্রেনটি সমুদ্রতল থেকে এক হাজার মিটার (৩ হাজার ২০০ ফুট) উপর দিয়ে যাচ্ছিল। ট্রেনটিতে মোট ৩৪ যাত্রী ছিল। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/এমএটি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)