আফগানিস্তানে হতাহতের ঘটনা বেড়েছে
দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে, গত বছর আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ১৪ শতাংশ বেড়ে গেছে। জাতিসংঘের হিসেব মতে, ২০১৩ সালে দেশটিতে প্রায় তিন হাজার বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন পাঁচ হাজার ৬০০ জন।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সেনাদের পর্যায়ক্রমে দেশটি থেকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার পর থেকেই আফগান সরকারি বাহিনী বিদ্রোহীদের হামলার মুখে অসহায় হয়ে পড়ছে। আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে তালেবানরা তাদের কর্তৃত্ব পুনরায় কায়েমে মরিয়া হয়ে উঠে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থল যুদ্ধের তীব্রতা বেড়ে গেছে। ফলে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও বেড়ে গেছে। বিশেষত নারী ও শিশুরা মারা পড়ছে বেশি।
আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন জানায়, ২০১২ সালের তুলনায় ৩৪ শতাংশ বেশি শিশু ও ৩৬ শতাংশ নারী নিহত হয়েছেন ২০১৩ সালে।
বেসামরিক নাগরিক হতাহতের বেশির ভাগ ঘটনাই ঘটছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে। এ ছাড়া সরকারি বাহিনী ও তালেবানদের লড়াই চলাকালে ‘ক্রসফায়ারে’ পড়ে হতাহতের ঘটনা বাড়িয়ে দিয়েছে। সূত্র : বিবিসি।
(দ্য রিপোর্ট/এমএটি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)