বরিশালে জাপা নেতার মৃতদেহ উদ্ধার
বরিশাল সংবাদদাতা : বরিশালের বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল হোসেন তালুকদারের (৬৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উজিরপুরের সন্ধ্যা নদীর চথলবাড়ি এলাকা থেকে শনিবার সকাল ১০টায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের নিজ বাড়ি থেকে পাঁচ দিন আগে কামাল হোসেন ঢাকার উদ্দেশে রওয়ানা হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা সন্ধ্যা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।
(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)