বেনাপোল (যশোর) সংবাদদাতা : বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে শনিবার বিকেলে অবৈধ পথে ভারতে পাচারের সময় শিশুসহ ১৭ নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটকদের মধ্যে আটজন পুরুষ, সাতজন নারী ও দুটি শিশু রয়েছে। তাদের বাড়ি ঢাকা, বাগেরহাট, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন দ্য রিপোর্টকে জানান, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে তাদের ভারতে পাচার করছিল। খবর পেয়ে বিজিবির টহল দল পুটখালি সীমান্তের বালুরমাঠ এলাকা থেকে তাদের উদ্ধার করে। পাচারকারীরা এ সময় পালিয়ে যায়।

পরে তাদের আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)