চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লবপুর বাজারে শনিবার রাত ৯টার দিকে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ একজনকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তির নাম মজিবুর রহমান (৩২)। সে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর গ্রামের ভাসাই আলী মণ্ডলের ছেলে।

মনাকষা বিওপি কমান্ডার সুবেদার আব্দুল জাব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দুর্লবপুর বাজারের একটি চায়ের দোকান থেকে মজিবুরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)