সাভারে ৫ ভুয়া র্যাব আটক
সাভার সংবাদদাতা : সাভারে র্যাবের পাঁচ ভুয়া সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। হেমায়েতপুর এলাকার সিঙ্গাইর-হেমায়েতপুর সড়ক থেকে শনিবার তাদের আটক করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় একটি চক্র কিছুদিন ধরে ডিবি পুলিশ ও গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে পাঁচ ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়।
তাদের কাছ থেকে এ সময় র্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আটকরা হলো- ফরিদপুরের নগরকান্দা এলাকার সাত্তার মুন্সীর ছেলে আলাউদ হোসেন (৩০), একই জেলার বোয়ালমাড়ি এলাকার সুকুর শেখের ছেলে আবু কালাম (৪০) ও ইউনুস শেখের ছেলে জামাল হোসেন (৩৫), চাঁদপুরের মতলব এলাকার আলাউদ্দিন মুন্সীর ছেলে নান্নু মুন্সী সাজু (৩৪) ও বরিশালের কাইচা মুলাদি এলাকার আলফাজ উদ্দিনের ছেলে মাইনুল ইসলাম (৩০)।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)